ফের দিলীপের নিশানায় তৃণমূল
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - রাজ্যে ঘটে যাওয়া দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। শুক্রবার আসানসোলের বারাবনির রূপনারায়ণপুর ডাবর মোড়ে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।অনুষ্ঠান মঞ্চ থেকে অর্জুন সিং বিষয়ে দিলীপ বলেন, "রাজ্য সরকারের বিশেষ করে পুলিশ মন্ত্রীর এটা দেখা উচিত, সত্যি সত্যি কোন থ্রেট আছে কিনা"
বর্তমানে সামনে আসা দুর্নীতি কান্ড নিয়ে বিজেপি নেতা বলেন, "গরিব বাড়ির ছেলে মেয়েদের লোভ দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি, ট্যাব দেব। এদিকে টাকা চলে গেল। কিন্তু যারা পাওয়ার তারা পেল না, টিএমসি নেতারা পেয়ে গেল। এটাই মমতা ব্যানার্জির চমৎকার। টাকা যে পায় সেও জানতে পারেনা, যে দেয় সেও জানতে পারে না। টাকা গায়েব হয়ে যায়।” পাশাপাশি দল প্রসঙ্গে করা মদন মিত্র ও হুমায়ুন কবিরের মন্তব্য কে কটাক্ষ করে বললেন "নিজেদের দাম বাড়ানোর জন্য এসব হয়।"
বিধানসভা উপনির্বাচনের ফল নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ। তিনি বলেন, "আমরা লড়াই করেছি । আশা করছি মানুষ আমাদের ভোট দিয়েছেন । ভালো ফল হবে । দুটো বিধানসভাতে তো আমাদের বসতেই দেওয়া হয়নি, তবু আশা করছি ফল ভালো হবে ।"