গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত পরিচালক পায়েল কাপাডিয়া
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – জয়জয়কার পরিচালক পায়েল কাপাডিয়ার। কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি সম্মান পেয়েছেন তিনি। তাঁর ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’সদ্য মুক্তি পেয়েছে ভারতে। এই ছবির জন্য ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৫’-এ সেরা পরিচালক (মোশন পিকচার) বিভাগে মনোনয়ন পেলেন পায়েল কাপাডিয়া।
‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৫’-এ সেরা পরিচালকদের মনোনয়নের তালিকা –
১. জ্যাকস অডিয়ার্ড - এমিলিয়া পেরেজ
২. সিন বেকার – অ্যানোরা
৩. এডওয়ার্ড বার্জার - কনক্লেভ
৪. ব্র্যাডি করবেট - ব্রুটালিস্ট
৫. কোরালি ফার্জেট - দ্য সাবস্টেসন্স
৬. পায়েল কাপাডিয়া - অল উই ইমাজিন অ্যাজ লাইট
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কাণি কুস্রুতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম। মুম্বইয়ে থাকা দুই মালয়ালি নার্সের গল্প নিয়ে তৈরি এই সিনেমা।