News details

image

Rabi Mondal / 01 December, 2024

এফবিআইয়ের ডিরেক্টর পদে ভারতীয় বংশোদ্ভূত

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - ডোনাল্ড ট্রাম্পের ভরসা সেই ভারতীয় বংশোদ্ভূতই। এফবিআইয়ের ডিরেক্টর পদের দায়িত্ব দেওয়া হল ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ প্যাটেলের কাঁধে। বরাবরই তিনি ট্রাম্প ঘনিষ্ঠ বলে পরিচিত। ক্ষমতায় প্রত্যাবর্তন করতেই এফবিআইয়ের ডিরেক্টর হিসেবে তাঁকেই বেছে নিলেন ট্রাম্প। কাশ্যপ পেশায় একজন আইনজীবী।  

ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, “এফবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসেবে কাজ করবেন কাশ্যপ। আমি এই ঘোষণা করতে পেরে গর্বিত। কাশ্যপ একজন আইনজীবী, তদন্তকারী। তিনি নিজের গোটা কেরিয়ারে অনেক দুর্নীতি ফাঁস করেছেন। ন্যায়ের জন্য লড়ে মার্কিন নাগরিকদের রক্ষা করেছেন কাশ্যপ।“ 

কাশ্যপ প্রমোদ প্যাটেলের বাবা উগান্ডার ও মা তানজানিয়ার। তাঁদের পরিবারের সঙ্গে গুজরাতের যোগসূত্র রয়েছে। নিউইয়র্কে পড়াশোনা করেছেন কাশ্যপ। মার্কিন জঙ্গিবিরোধী কমিটির উপদেষ্টা হিসেবে, হোয়াইট হাউসে, এনএসসির সিনিয়র ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। ফ্লোরিডায় প্রথমে স্টেট পাবলিক ডিফেন্ডার ও পরে ফেডেরাল পাবলিক ডিফেন্ডারের দায়িত্ব সামলেছেন কাশ্যপ।