দুর্যোগের আশঙ্কা বাংলায়, ধেয়ে আসছে জোড়া ঘূর্ণাবর্ত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যে। রাজ্যে বাড়ছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী দুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আর এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে। যার জেরে সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আগামী দুদিনের মধ্যে কলকাতার তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হবে ৮৬ শতাংশ এবং ন্যূনতম ২৮ শতাংশ।
উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আলাদা করে উত্তরবঙ্গের আট জেলায় সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং মঙ্গলবার। এই দুদিন বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সময় সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।