image

বিনোদন / 04 March, 2025

দূরত্ব এখন অতীত, একসঙ্গে ফ্রেমবন্দি অভিষেক-ঐশ্বর্য

নিজস্ব প্রতিনিধি, মুম্বই – গত ২ বছর ধরে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্কে চিড় ধরেছিল। শোনা যাচ্ছিল, ঐশ্বর্য-অভিষেকের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে। এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে একসঙ্গে ধরা দিলেন তারকা দম্পতি।  

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, অভিষেকের পরনে আইভরি রঙের গলাবন্ধ এবং ঐশ্বর্য পরেছিলেন একই রঙের আনারকলি। ইস্কনের মহারাজ হরিনাম দাসের সঙ্গে দেখা করেন তাঁরা। তারকা দম্পতিকে একসঙ্গে দেখে আনন্দে আত্মহারা তাঁদের ভক্তরা। তারকা দম্পতির ছবি হরিনাম দাসের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা হয়েছে। 

ঐশ্বর্য-অভিষেকের একসঙ্গে ছবি দেখে অনেকের দাবি, তাঁদের বিচ্ছেদের চর্চা রটনা মাত্র। তবে আদতে তাঁদের সম্পর্কের মোড় ঠিক কোনদিকে নেবে, তা এখনই বলা কঠিন। এর আগে গত বছরের শেষে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক-ঐশ্বর্যকে।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics