বিবাহ বিচ্ছেদের ঘোষণা এআর রহমানের, তৃতীয় ব্যক্তির আগমনের গুঞ্জন নেটপাড়ায়
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। সমাজ মাধ্যমে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন এআর রহমান। তারপর থেকেই বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে জল্পনা চলছে অনুরাগী মহলে।
1995 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান ও সায়রা বানু। দীর্ঘ ২৯ বছর পর বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়েছে নেটপাড়ায়। বুধবার রাতে শিল্পীর স্ত্রী সায়রা বানুর আইনজীবী এই খবর প্রকাশ্যে আনেন।সম্পর্কে বোঝাপড়ার সমস্যা ও নানান মানসিক চাপের জন্যেই এই সিদ্ধান্ত বলে জানান রহমানের আইনজীবী বন্দনা শাহ।
তবে বিচ্ছেদের খবর সামনে আসতেই তৃতীয় ব্যক্তির নাম উঠে এসেছে নেটদুনিয়ায়। রহমানের গানের দলের বেসিস্ট মোহিনী দের সঙ্গে নাম জড়িয়েছে শিল্পীর। তবে গুজব বলে দাবি রহমান ও তাঁর পরিবারের।
এই বিষয়ে মুখ খুললেন রহমানের আইনজীবী বন্দনা শাহ। তিনি বলেন, "অত্যন্ত সৌজন্য এবং মর্যাদার সঙ্গে ২৯ বছর তাঁরা দাম্পত্যজীবন কাটিয়েছেন। শুধু শেষটা রূপকথার মতো হল না বলে, তাঁরা নিজেদের আচরণ বদলাননি। সৌজন্য ও মর্যাদা ধরে রেখেছেন। কেউই বিচ্ছেদ করবেন বলে বিয়ে করেন না।প্রত্যেকের কাছে অনুরোধ এআর রহমান এবং সায়রা বানুর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।"