"কিনতে হবে না, এমনি গাজা নিয়ে নেব", হুঁশিয়ারি ট্রাম্পের
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - দীর্ঘ মাস ধরে যুদ্ধ চলার পর অবশেষে যুদ্ধবিরতি চলছে গাজায়। এর মাঝেই গাজা দখল নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জানালেন, "কিনতে হবে না, এমনি গাজা নিয়ে নেব।"
মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট জানান, "আমরা অবশেষে এটা শুরু করতে চলেছি। মধ্যপ্রাচ্যের মানুষের জন্য এর ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে।"
এরপরই গাজা দখল নেওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, "আমরা গাজার দখল নেব। আমাদের ওটা কিনতে হবে না। ওখানে কেনার মতো কিছুই নেই। আমরা গাজা নিয়ে নেব নিতে চলেছি।"
উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকা সফরে গিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। দীর্ঘ বৈঠকের পর বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা।
নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প ঘোষণা করেন, “আমেরিকা গাজার দখল নেবেই। প্যালেস্তিনীয়দের অন্যত্র পুনর্বাসিত করার পরে আমরা গাজার উন্নতি করব, সংস্কার করব। গাজায় যে বোমা, বিস্ফোরক রয়েছে সেগুলো সব ধ্বংস করব। এরপর সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা আর্থিক উন্নয়ন ঘটাব। মানুষের মাথার ছাদ তৈরি করব। আমরা গাজা জয় করবই।”
নেতানিয়াহু জানান, “প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ইতিহাস বদলে দিতে পারে। তিনি গাজার অন্য ভবিষ্যৎ তৈরি করবেন। দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় ফিরে প্রথম রাষ্ট্রনেতা হিসাবে আমার সঙ্গে বৈঠক করেছে। এটাই প্রমাণ আমেরিকা ও ইজরায়েলের বন্ধুত্ব কতটা মজবুত।”