News details

image

Rabi Mondal / 28 November, 2024

ডোপ কাণ্ড, নির্বাসিত টেনিস তারকা ইগা স্বোয়াতেক

নিজস্ব প্রতিনিধি, পোল্যান্ড – খেলার দুনিয়ায় নতুন নয় ডোপিং কাণ্ড। এবার ডোপিং কাণ্ডে নাম জড়াল ৬ টি গ্র্যান্ড স্লামের মালিক ইগা স্বোয়াতেকের। ১ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে পোল্যান্ডের টেনিস তারকাকে। তিনি দিন কয়েক আগে পর্যন্ত বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ছিলেন।

ঘটনার সূত্রপাত চলতি বছরের আগস্ট মাসে। একটি টুর্নামেন্ট চলাকালীন ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ইগা স্বোয়াতেকের। সেই সময় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দাবি, না বুঝেই নিষিদ্ধ ওষুধ নিয়েছিলেন ইগা স্বোয়াতেক। 

ট্রিমেটাজিডাইন নামক এক ওষুধ নিয়েছিলেন ইগা। এই ওষুধ নিষিদ্ধ তালিকাভুক্ত। ইগা অজ্ঞতার কারণেই ট্রিমেটাজিডাইন নিয়েছিলেন বলে দাবি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের। ওই ওষুধ নিষিদ্ধ তালিকাভুক্ত হওয়ার কারণে একমাস নির্বাসিত করা …