মেলবোর্ন টেস্টে পড়তে পড়তে নাটক, আটে নেমে শতরান নীতীশের
নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন - বক্সিং ডে টেস্টে তৃতীয় দিনে পড়তে পড়তে নাটক। একটা সময় যে ভারতীয় দল অজিদের রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে ধুঁকছিল, সেই টিম ইন্ডিয়াই নীতীশের শতরানের সুবাদে মাথাচাড়া দিয়ে উঠল। তৃতীয় দিনের শেষে ১১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তোলে রোহিত বাহিনী। টিম ইন্ডিয়া পিছিয়ে রয়েছে ১১৬ রানে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১৯ বছরের স্যাম কনস্টাস কার্যত শাসন করলেন ভারতীয় বোলারদের। হাফ সেঞ্চুরি করেন মাত্র ৫২ বলে। অবশেষে তাঁকে ক্লিন বোল্ড করলেন স্যার রবীন্দ্র জাডেজা। ৬৫ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে গেলেন অস্ট্রেলিয়ার এই তরুণ ওপেনার। আরেক ওপেনার উসমান খোয়াজা তুললেন ৫৭(১২১) রান।
তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন ওয়াশিংটন সুন্দর। ১৪৫ বলে তোলেন ৭২ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টি চার দিয়ে। স্টিভ স্মিথ ১৯৭ বলে তোলেন ১৪০ রান। অধিনায়ক প্যাট কামিন্সের অবদান ৬৩ বলে ৪৯ রান। ভারতের হয়ে জাসপ্রীত বুমরা ৪ টি, আকাশ দীপ ২ টি, রবীন্দ্র জাডেজা ৩ টি ও ওয়াশিংটন সুন্দর ১ টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৪৭৪ রান তোলে অজিরা।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল ১১৮ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেললেও, আরেক ওপেনার তথা ভারত অধিনায়ক রোহিত শর্মা মাত্র ৩(৫) রান তুলে সাজঘরে ফেরেন। লোকেশ রাহুল ২৪(৪২), বিরাট কোহলি ৩৬(৮৬) রান তোলেন। আকাশ দীপ রানের খাতা খুলতেই ব্যর্থ। ঋষভ পন্থ ২৮(৩৭), রবীন্দ্র জাডেজা ১৭(৫১) রান, ওয়াশিংটন সুন্দর ৫০(১৬২) রান করে আউট হন।
তৃতীয় দিনের শেষে নীতীশ কুমার রেড্ডি ১৭৬ বলে ১০৫ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০ টি চার ও ১ টি ছয় দিয়ে। তাঁর সঙ্গী মহম্মদ সিরাজ (২)। অজিদের হয়ে উইকেট নেন প্যাট কামিন্স ৩ টি, নাথান লায়ন ২ টি ও স্কট বোল্যান্ড ৩ টি।