লটারি কেলেঙ্কারিতে নয়া মোড়, প্রায় ১৩ কোটি টাকা উদ্ধার করল ইডি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - লটারি কেলেঙ্কারিতে ইডির হানায় উদ্ধার প্রায় ১২ কোটি টাকা। সোমবার লটারি কেলেঙ্কারির তদন্তে ভিনরাজ্যেসহ ২২ টি জায়গায় হানা দেয় ইডি। আর তাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা ।
সূত্রের খবর, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় ও পঞ্জাব-সহ ২২টি জায়গায় তল্লাশি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকে নগদ ১২.৪১ কোটি টাকা উদ্ধার করল ইডি। সেইসঙ্গে ৬.৪২ কোটি টাকা মূল্যের ফিক্সড ডিপোজিটও বাজেয়াপ্ত করা হয়েছে।তবে কোন রাজ্য থেকে ঠিক কত পরিমাণ টাকা পাওয়া গেছে সেই তথ্য মেলেনি।
প্রসঙ্গত, সান্তিয়াগো মার্টিন ও তাঁর সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং অন্যান্য সহযোগী সংস্থার বিরুদ্ধে ২০০২ সালের আর্থিক তছরুপ বিরোধী আইনের ধারায় সেই তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে ১৫ নভেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি।