নমাজ পড়ার সময় ভয়াবহ ভূমিকম্প মায়ানমারে, মৃত ৭০০ জন মুসলিম
নিজস্ব প্রতিনিধি, মায়ানমার – প্রকৃতির রোষানলে মায়ানমার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশ। যখন ভূমিকম্প হয়েছিল, তখন মায়ানমারে চলছিল জুম্মার নমাজ। নমাজ পড়তে পড়তে মৃত্যু হয়েছে প্রায় ৭০০ জনের। এমনটাই জানিয়েছে মায়ানমারের মুসলিম সংগঠন ‘স্প্রিং রেভলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্ক’।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিটে মধ্য মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল মায়ানমারের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। কয়েক মিনিটের ব্যবধানে অর্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী ১২টা ২ মিনিট নাগাদ ভূমিকম্পের আফটার শক হয় মায়ানমারে। উৎপত্তিস্থল লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭।
ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ড, ভারত, বাংলাদেশেও। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা মায়ানমারের জুন্টা সরকার। চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একাধিক বহুতল, ব্রিজ। এমনকি ফাটল ধরেছে রাস্তায়। বিপর্যস্ত জনজীবন। মায়ানমারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধারকাজে সাহায্য করতে ভারতের জাতীয় মোকাবিলা বাহিনীর ৮০ জন সদস্যকে পাঠানো হয়েছে। ভারতীয় বায়ুসেনার সি ১৩০জে বিমানে করে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু ইট মিল, ওয়াটার পিউরিফায়ার, হাইজিন কিট, সোলার ল্যাম্প, জেনরেটর সেট, অত্যাবশ্যক ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।