ভূমিকম্প লস অ্যাঞ্জেলস সহ ৪ শহরে
নিজস্ব প্রতিনিধি, লস অ্যাঞ্জেলস – ভূকম্পন অনুভূত হল লস অ্যাঞ্জেলসের মালিবুতে। মালিবু ছাড়াও কম্পন অনুভূত হয়েছে থাউজান্ড ওকস, কালাবাসাস, উডল্যান্ড হিলস, ক্যানোগা পার্ক, উইনেটকা ও রেসেডাতে। এই নিয়ে বছরে ৭ বার ভূমিকম্প হল লস অ্যাঞ্জেলস সহ ৪ শহরে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএস ভূতাত্ত্বিক সংস্থা সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল মালিবু শহরের সীমানার উপরে পর্বতমালায়র কাছে ডুমের থেকে প্রায় ৪.৬ মাইল উত্তরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। এটিকে লেভেল-থ্রি কোয়েক বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ১০-১৫ সেকেন্ড ধরে টানা কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে এলাকাগুলিতে ভূমিকম্প হয়েছে সেখানে পরিদর্শনে যাবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ওই এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবেন তারা। ভূমিকম্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন। ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পরেছেন স্থানীয় বাসিন্দারা।