পূর্ব রেলে মহিলাদের কোচে অনধিকার প্রবেশ রোধে কঠোর ব্যবস্থা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা — মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব রেল ‘মহিলা সুরক্ষা’ উদ্যোগের আওতায় ০১ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৪ পর্যন্ত মহিলাদের জন্য নির্ধারিত কোচে পুরুষ যাত্রীদের অনধিকার প্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে পূর্ব রেল। বর্তমানে রেলওয়ে পুলিশ (আরপিএফ) ৪৭৮টি মামলা রুজু করেছে ও ৫১৩ জনকে গ্রেফতার করেছে। মোট ₹৫৮,৫০০ জরিমানা সংগ্রহ করা হয়েছে। যা রেলওয়ে আইনের ১৬২ ধারা অনুযায়ী নেওয়া হয়েছে। এই নিয়ম বিশেষভাবে মহিলাদের জন্য বরাদ্দ জায়গায় অনধিকার প্রবেশ রোধে কাজ করে। এই ধারায় উল্লেখযোগ্য নিয়ম হল যদি কোনো পুরুষ যাত্রী মহিলাদের জন্য নির্ধারিত সিট বা বার্থে বসেন, তাহলে তাকে জরিমানা, সেই স্থান থেকে অপসারণ ও টিকিট বাজেয়াপ্তির মতো শাস্তির সম্মুখীন হতে হবে।
এই বিষয়ে আরপিএফ কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মহিলাদের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করা, বিশেষ করে যেসব ট্রেনে যাত্রী সংখ্যা বেশি থাকে বা যাত্রা দীর্ঘ হয়। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সেই সঙ্গে তারা জানিয়েছে যে, ভবিষ্যতেও এই ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। আরপিএফের এই উদ্যোগ মহিলাদের কোচে অনধিকার প্রবেশ রোধের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন , “মহিলাদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা নিশ্চিত করতে চাই যে, মহিলারা ভয় ছাড়াই যাত্রা করতে পারবেন ও রেলওয়ে ট্রেনে তাদের জন্য নির্ধারিত স্থান নিরাপদ থাকবে।”