News details

image

Rabi Mondal / 03 December, 2024

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একনাথ শিন্ডে

নিজস্ব প্রতিনিধি, মুম্বই – সম্প্রতি গ্রামের বাড়ি গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেখানে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। সোমবারই গ্রামের বাড়ি থেকে মুম্বই ফিরেছিলেন তিনি। মুম্বইতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তড়িঘড়ি  হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

প্রাথমিক সূত্রে খবর, দিন কয়েক ধরে জ্বর এবং গলার সংক্রমণে ভুগছিলেন একনাথ শিন্ডে। মুম্বইয়ের থানেতে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। শিবসেনা সূত্রে খবর, শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয় শিন্ডের।

এদিন হাসপাতালে যাওয়ার আগে শিন্ডে সাংবাদিকদের জানান, “আমি ভালো আছি ৷ চিন্তা করার কিছু নেই।“ উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর মুম্বইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের মসনদে কে বসবেন তা নিয়ে এখনও টালমাটাল রয়েছে।