বৃদ্ধ দম্পতিকে খুন, গ্রেফতার আত্মীয়
নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - বাড়ির দরজার তালা ভেঙে উদ্ধার হল নিঃসন্তান বৃদ্ধ দম্পতির দেহ। মৃতদের নাম অভিজিৎ যশ ও ছবিরানি যশ। খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে ছবিরানির বোনের মেয়ে মহুয়া সামন্ত ও তাঁর দুই ছেলে। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়।
সূত্রের খবর, ভাতারের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা অভিজিৎ যশ ও তাঁর স্ত্রী ছবি। নিঃসন্তান ওই দম্পতির খোঁজ খবর রাখতেন তাঁদেরই আত্মীয় স্বজনরা। শুক্রবার থেকে কোনো খোঁজখবর না পেয়ে মঙ্গলবার বাড়িতে এসে দম্পতির খোঁজ করেন তাঁদেরই এক আত্মীয়। এরপর ঘর তালাবন্ধ দেখেন ওই যুবক। ডাকাডাকি করলেও সাড়া মেলেনি বলে অভিযোগ। পরে সন্দেহ হওয়ায় ওই যুবক থানার দ্বারস্থ হন। এরপর ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকতেই চমকে যান তদন্তকারীরা। দেখা যায় রান্নাঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে রয়েছেন বৃদ্ধা। অন্যদিকে ঘরের মেঝে থেকে উদ্ধার হয় বৃদ্ধার স্বামীর দেহ। দু’জনের মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট।
পরিবারের লোকেদের সন্দেহ ছিলই যে, সম্পত্তির কারণে খুন করা হয়েছে ওই বৃদ্ধ দম্পতিকে। সেই সূত্রে ধরে তদন্তে নামে ভাতার থানার পুলিশ। রাতে গ্রেফতার করা হয় মৃত বৃদ্ধার বোনের মেয়ে মহুয়া সামন্তকে। সঙ্গে তাঁর ছেলে অনিকেত ও অরিত্রকেও। ধৃতেরা এর আগেও সম্পত্তি নিয়ে ঝামেলা করেছেন বলে খবর। শনিবার সকালে টাকা না পেয়ে শেষপর্যন্ত মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ খুন করা হয় ওই দম্পতিকে। ইতিমধ্যে খুনের কথা স্বীকার করছে অভিযুক্তরা।