'নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে ভুয়ো ভোটার বাদ দেবার ব্যাপারে', বার্তা সুকান্তর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ভুয়ো ভোটার নিয়ে সুর চড়িয়েছে রাজ্য়ের শাসকদল তৃণমূল। এরপরেই নির্বাচন কমিশনে পৌঁছেছে বিজেপির প্রতিনিধি দল। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে বিজেপির তরফে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য,জগন্নাথ সরকার,জ্যোতির্ময় সিং মাহাতো, খগেন মুর্মু,অভিজিৎ গঙ্গোপাধ্যায়,জয়ন্ত রায়, মনোজ টিজ্ঞা,কার্তিক পালরা।
মঙ্গলবার কমিশন থেকে বেরনোর পর সুকান্ত বলেন, "পশ্চিমবঙ্গে সিইও অফিস রয়েছে। সেটা তৃণমূলের দ্বিতীয় অফিস। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটের অফিসার আছে। এই অফিসের অধস্তনে কাজ করে বিডিও, এসডিও। এছাড়াও সেখানে চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করেন। তাঁরা ডুপ্লিকেট নাম ঢুকিয়েছে। শুধু তাই নয়, এপিক নিয়েও যে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী তাও আমরা কমিশনকে জানিয়েছি। আমাদের রাজ্যে ৭ হাজার ২৩৫ ভোটার কার্ড আছে। তাদের এপিক নম্বর এক। ব্যক্তি আলাদা। যদিও এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জলঘোলা করার চেষ্টা করছেন। তবে যে এপিক নম্বর যে বুথে অ্যাসাইন, তার বাইরে কেউ ভোট দিতে পারবে না। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, ১৩ লক্ষ ডবল এন্ট্রি রয়েছে।"
সুকান্ত আরও জানান, "নির্বাচনের সময় বাংলায় হিংসার বাতাবরণ তৈরি হয়। অন্যান্য রাজ্যে যেভাবে ভোটার লিস্ট সংশোধিত হওয়া সম্ভব। সেটা বাংলায় সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা চেয়েছি বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের লোক পুরো বিষয়টি খতিয়ে দেখুক। আমরা অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে এই ভুয়ো লোকজন বাদ যায়।"