News details

image

Rabi Mondal / 18 December, 2024

অধরা অস্কারের স্বপ্ন, দৌড় থেকে ছিটকে গেল ‘লাপতা লেডিজ’  

নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – অধরাই থেকে গেল অস্কারের স্বপ্ন। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল আমির খান প্রযোজিত, কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’। ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার’ ক্যাটেগরিতে মনোনীত হয়েছিল এই ছবি।

মঙ্গলবার শর্টলিস্ট ঘোষণা করে ‘দ্য অ্যাকাডেমি’। সেখানে ১৫ টি ছবির তালিকায় নেই ‘লাপতা লেডিজ’-এর নাম। ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার’ ক্যাটেগরিতে মনোনীত হয়েছে সেনেগাল, ফ্রান্স, প্যালেস্টাইন, ব্রাজিল, তাইল্যান্ড, ডেনমার্ক ও জার্মানি প্রমুখ দেশের ছবিগুলি।    

হতাশ গ্র্যামী জয়ী রিকি কেজ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “অস্কারের শর্টলিস্ট ঘোষণা করল @TheAcademy। লাপাতা লেডিজ খুব ভাল ছবি। যত্ন নিয়ে বানানো হয়েছে। বিনোদনমূলক সিনেমা। কিন্তু বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে এই ছবি পাঠানোটা ভারতের ভুল। প্রত্যাশা মতোই হেরে গিয়েছে।“