“সব কিছু ঘেঁটে রয়েছে”, বিবাহ বিচ্ছেদে মনখারাপ চাহালের!
নিজস্ব প্রতিনিধি, বান্দ্রা – দিন কয়েক আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং নৃত্যশিল্পী ধনশ্রী বর্মার। বিবাহ বিচ্ছেদে কি মনখারাপ চাহালের? সোশ্যাল মিডিয়ায় তাঁর এক পোস্ট ঘিরে এমনই জল্পনা উঠছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে যুজবেন্দ্র চাহাল লিখেছেন, “সবকিছু ঘেঁটে আছে। দয়া করে মানবিক হোন।“ তাঁর এই পোস্টের পর অনেকের দাবি, তাহলে কি মনখারাপ চাহালের?
সম্প্রতি বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজির হয়েছিলেন চাহাল ও ধনশ্রী। আদালতে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে তাঁরা জানান, “একে অপরের সঙ্গে মানিয়ে নিতে আর পাচ্ছেন না।” তাঁদের ৪৫ মিনিট আলোচনা করার জন্য নির্দেশ দেন বিচারক। নিজেদের মধ্যে আলোচনার পর চাহাল ও ধনশ্রী জানান, বিচ্ছেদ চান। যাবতীয় প্রক্রিয়ার পর অবশেষে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে চাহাল লিখেছিলেন, “ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না। নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি, সেটাও আমার অজানা। সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ।“
ইনস্টা স্টোরিতে ধনশ্রী লেখেন, “ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন। আজ যদি কোনও সমস্যার মধ্যে থাক, তাহলে জানবে তোমার কাছে দুটি বিকল্প আছে। সমস্যাগুলি নিয়ে দুশ্চিন্তা করতে পারো, অথবা নিজের সমস্ত সমস্যার ভার ঈশ্বরকে দিয়ে তাঁর কাছে প্রার্থনা করতে পারো। ঈশ্বর আমাদের ভালোর জন্য সবকিছু করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে।“