হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি দিল্লির, ক্ষুব্ধ বিএনপি
নিজস্ব প্রতিনিধি, ঢাকা - মঙ্গলবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে ইউনুস সরকার। এবার তাঁর ভিসার মেয়াদ বাড়ায় দিল্লি। এর জেরে দিল্লির উপর ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, "ভারত যে ভাবে বাংলাদেশের একজন ব্যক্তি বা একটি রাজনৈতিক দলকে রক্ষা করছে, তা বাংলাদেশের মানুষ ভালো ভাবে নিচ্ছে না।" তিনি প্রশ্ন তোলেন, "ভারত কেন একজন রাজনীতিবিদের জন্য উঠে পড়ে লেগেছে? দিল্লির সম্পর্ক কি বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে না একটি রাজনৈতিক দল বা একজন ব্যক্তির সঙ্গে?"
তিনি আরও বলেন, "এর ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জেরে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। যেই ব্যক্তি এত মানুষের মৃত্যুর কারণ, যিনি লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন। দেশের রাজনীতি, অর্থনীতি, সমস্ত প্রতিষ্ঠান নষ্ট করেছেন তিনি ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এটা ভালো ভাবে নেওয়া যায় না।"
উল্লেখ্য, মঙ্গলবার হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামি সাংসদ মিলিয়ে মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এই বিষয়ে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছেন ইউনুসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
ইউনুসের ডেপুটি প্রেস সচিব জানান, জুলাই-অগাস্টে সংরক্ষণ বিরোধী আন্দোলন, গণঅভ্যুত্থানের সময় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হত্যাকাণ্ড ও গুম কাণ্ডে যুক্ত হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ তাঁদের পরিবারের সকল সদস্যর সবরকম লেনদেনের তথ্য চেয়ে পাঠানো হয়েছে।
এরপরই দিল্লির তরফ থেকে জানানো হয়, বাংলাদেশ যে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে তার উত্তর অবশ্যই ভারত দেবে। তবে এখনই নয়। একটু সময় নিয়ে তারপর উত্তর দেবে। হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বাংলাদেশে যে এখনই তাঁকে পাঠানো হবে না, তা স্পষ্ট করে দিল দিল্লি। তবে দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে তা ভারতের তরফ থেকে জানানো হয়েছে।