ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র ও আইতানা বনমাতি
নিজস্ব প্রতিনিধি, দোহা - ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মেয়েদের মধ্যে বর্ষসেরা ফুটবলার হলেন বার্সেলোনার আইতানা বনমাতি। এবারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল দোহায়।
২০২৩-২৪ মরশুমে রিয়ালের হয়ে ভিনিসিয়াস জুনিয়র ৩৯ ম্যাচে করেছেন ২৪ টি গোল ও ১১ টি অ্যাসিস্ট। এই প্রথমবার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন তিনি। তাঁর পয়েন্ট ৪৮। দ্বিতীয় স্থানে রয়েছেন রদ্রি (৪৩)। তৃতীয় স্থানে জুড বেলিংহ্যাম (৩৭)।
বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে ভিনিসিয়াস বলেন, “সকলকে ধন্যবাদ। ঠিক কী বলা উচিত বুঝতে পারছি না। আমার কাছে এটা অপ্রত্যাশিত। অবশেষে আমার সময় এসেছে। হ্যাঁ, আমি বর্ষসেরা ফুটবলার। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্লাব, কোচ আন্সেলোত্তি, পরিবারকে ধন্যবাদ।“