News details

image

Rabi Mondal / 23 December, 2024

বিজেপি বিধায়ক হরিশ শাক্যর বিরুদ্ধে গণধর্ষণ ও জালিয়াতির অভিযোগ, দায়ের এফআইআর

নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ - ফের শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক হরিশ শাক্যর নাম। তিনি ও তাঁর ভাই সহ ১৬ জনের বিরুদ্ধে গণধর্ষণ ও জালিয়াতির অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বদায়ুঁর সিভিল লাইন থানা।

সূত্রের খবর, হরিশ শাক্য ও তাঁর ভাই সহ ১৬ জনের বিরুদ্ধে গণধর্ষণ ও জালিয়াতির অভিযোগ তুলেছেন ললিত কুমার নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, “বিধায়কের সঙ্গে প্রতি বিঘায় ৮০ লক্ষ টাকা করে জমি বিক্রির কথা হয়েছিল। হরিশ কম টাকা দিয়ে জোর করে জমির চুক্তি করার চেষ্টা করেন। রাজি না হওয়ায় আমাদের নিজের বাড়িতে ডাকেন বিধায়ক। সেখানে হরিশ ও তাঁর সঙ্গীরা জোর করে আমার স্ত্রীকে ধর্ষণ করে। এমনকি বাড়াবাড়ি করলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোরও হুমকি দেন।"

গোটা ঘটনা পর্যবেক্ষণ করে আদালত এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। এরপরই তৎপর হয়ে ওঠে পুলিশ। অভিযোগের ভিত্তিতে হরিশ শাক্য ও তাঁর ভাই সহ ১৬ জনের বিরুদ্ধে গণধর্ষণ ও জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। আগামী ১০ দিনের মধ্যে পুলিশকে মামলার তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।