News details

image

Rabi Mondal / 05 December, 2024

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ফড়ণবিস, উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে শিণ্ডে, পওয়ার 

নিজস্ব প্রতিনিধি, মুম্বই – অবশেষে ‘মহা নাটক’-এর সমাপ্তি হল বৃহস্পতিবার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসলেন দেবেন্দ্র ফড়ণবিস। উপমুখ্যমন্ত্রী হলেন এনসিপির অজিত পওয়ার এবং শিব সেনার একনাথ শিণ্ডে। বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানের অনুষ্ঠানে শপথ গ্রহণের অনুষ্ঠান হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়ণবিসকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অজিত পওয়ার এবং একনাথ শিণ্ডে। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন শপথ হয়নি মন্ত্রীসভার বাকি সদস্যদের। 

শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, রণবীর সিং, রণবীর কাপুর, সঞ্জয় দত্ত সহ একাধিক বিশেষ ব্যক্তিত্ব। তবে উপস্থিত ছিলেন না বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির নেতারা।