News details

image

Rabi Mondal / 15 December, 2024

জাল পাসপোর্ট চক্র ফাঁস খাস কলকাতায়, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - খাস কলকাতার বুকে চলছে জাল পাসপোর্ট তৈরির কারবার। আর সেই পাসপোর্ট বিপুল টাকার বিনিময়ে কিনছে বাংলাদেশীরা। এই চক্রে গ্রেফতার ৩ পড়ুয়া।

 ভবানীপুর থানায় এক অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে শহরে তৈরি হচ্ছে জাল পাসপোর্ট। এরপর প্রথমে পুলিশ তদন্ত করে রিপন বিশ্বাস বলে একজনকে গ্রেফতার করে পুলিশ। তারপর রিপনকে জেরা করে আরও ২ জনের সন্ধান পায় পুলিশ। ৩ জন নয় ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ করে একটি চক্র বলে সন্দেহ পুলিশের। কিন্তু সেই চক্রের মাথা কে তারই এখন খোঁজ চলছে। ওই পাসপোর্টে কোথায় কোথায় পৌঁছে গিয়েছে তারও খোঁজ শুরু হয়েছে। 

 পুলিশ সূত্রে খবর, ওইসব পাসপোর্ট চলে যেত বাংলাদেশিদের হাতে। তাদের কাছ থেকে নেওয়া হত ২ লাখ টাকা। কাদের কাদের হাতে ভুয়ো পাসপোর্ট গেছে তাদের খুঁজছে পুলিশ। আপাতত ৩ জনকে আদালতে তোলা হলে তাদের ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।