বিদায় মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে শ্রদ্ধা মোদি-শাহের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শোকের ছায়া নেমে এসেছে ভারতের রাজনৈতিক মহলে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় পতাকায় মুড়ে শায়িত রয়েছে মনমোহন সিংয়ের নিথর দেহ। তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানালেন মোদি থেকে শাহ।
শেষ শ্রদ্ধা জানাতে ৯২ বছরের রাজনীতিবিদের বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ একাধিক রাজনীতিবিদ।
বৃহস্পতিবার রাত ৯.১৫ মিনিট নাগাদ দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। খবর পেয়েই দিল্লির এইমসে ছুটে যান কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধীরা। স্থগিত করে দেওয়া হয়েছিল কর্ণাটকের বেলগাভিতে শুক্রবারের যাবতীয় কর্মসূচি।
তাঁর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে কেন্দ্র। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বাতিল করা হয়েছে শুক্রবারের সমস্ত সরকারি অনুষ্ঠান। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর। কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ আগামী ৭ দিনের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। অর্ধনমিত রাখা হবে দলের পতাকাও।