৫ দফা দাবিতে ফের দিল্লির রাজপথে কৃষকরা
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ফের রাজপথে নামলেন কৃষকরা। তাঁদের লক্ষ্য শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ঘেরাও। কৃষকদের অভিযান আটকাতে নয়ডাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে প্রবেশের একাধিক রাস্তা।
কৃষকদের তরফ থেকে জানানো হয়, ভারতীয় কিষাণ পরিষদের নেতা সুখবীর খলিফার নেতৃত্বে প্রথম মিছিল নয়ডার মহামায়া উড়ালপুলের নিচ থেকে বের করা হবে দুপুর ১২টায়। ট্রাক্টর ও ট্রলি নিয়ে পথে নামবেন আন্দোলনকারী কৃষকরা। নানা জায়গা থেকে মিছিলে যোগ দেবে কিষান মজদুর মোর্চা, সংযুক্ত কিষান মোর্চা-সহ আরও নানা সংগঠন।
আন্দোলনকারী কৃষকদের দাবি ৫ দফা। এর দাবিতে সংসদ ঘেরাওয়ের লক্ষ্যে উত্তরপ্রদেশের নয়ডা থেকে মিছিল পৌঁছবে দিল্লিতে। উল্লেখ্য, কৃষক আন্দোলনের জন্য ইতিমধ্যেই সমস্ত স্কুলে ছুটি দেওয়া হয়েছে।