News details

image

Rabi Mondal / 22 December, 2024

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মা ফ্লাইওভারে, বেপরোয়া গতির বলি ২

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বারবার সতর্কতা সত্ত্বেও মা ফ্লাইওভারে কিছুতেই এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। রবিবার সাতসকালে ফের মর্মান্তিক দুর্ঘটনা মা ফ্লাইওভারে। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে মৃত্যু হলো দুই বাইক আরোহীর। মৃত দুই যুবকের নাম দানিস আলম এবং অনিশ রানা।

 সূত্রের খবর, সাতসকালে শহরে গতির বলি ২ তরুণ। ঘটনাস্থল মা ফ্লাইওভার। মৃত তরুণের নাম দানিস আলম। তাঁর বয়স ১৮ বছর। অপর একজন মৃত বাইক আরোহী হলেন বছর উনিশের আনিস রানা। দুজনেই বউবাজার এলাকার বাসিন্দা। রবিবার সকালে দাদার বাইক নিয়ে বেরিয়েছিলেন দানিস। চালকের মাথায় হেলমেট ছিল। তবে পেছনে বসা অপর আরোহীর মাথা ফাঁকা ছিল। এদিন সকালে বেলেঘাটার দিক থেকে পার্কসার্কাসের দিকের ব্রিজে উঠেছিল বাইকটি। পরমা আইল্যান্ডের কাছে মা ফ্লাইওভারে বাঁক নেওয়ার সময়ই ঘটে দুর্ঘটনা। বাইক নিয়ন্ত্রণ না করতে পেরে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। ও তারপর সোজা উপর থেকে নিচে রাস্তায় বাইক সমেত ছিটকে পড়েন দানিস ও আনিস। 

 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রগতি ময়দান থানার পুলিশ ও কর্তব্যরত ট্র্যাফিক পুলিশরা। সঙ্গে সঙ্গে দুই তরুণকে উদ্ধার করে পিজি ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যান তাঁরা। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালে দুই তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।