News details

image

Rabi Mondal / 21 December, 2024

সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা কৃষ্ণনগরে, আহত একাধিক

নিজস্ব প্রতিনিধি, নদীয়া - সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ১২ নং জাতীয় সড়কে। গুরুতর আহত একাধিক বাস যাত্রী। তাঁদের বর্তমানে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 সূত্রের খবর, শনিবার সকালে কৃষ্ণনগর থেকে বাবলারি যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এদিন ১২ নম্বর জাতীয় সড়কে উঠে সঠিক রাস্তাতে না গিয়ে উল্টো দিকের রুটের রাস্তা ঢুকে পড়ে বাসটি। তখনই কলকাতা থেকে বহরমপুরগামী একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাসটি। এই ঘটনার পর বাসের চালক এবং ডাম্পারের চালক পলাতক। অপরদিকে গুরুতরভাবে আহত হয় একাধিক বাস যাত্রী। 

 খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানজট ছিল ওই রাস্তায়। পরে রাস্তার উপর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে। তার পরে কাটে যানজট। মূলত বাস রংরুটে যাওয়ার কারণেই সাত সকালে এত ভয়াবহ দুর্ঘটনা।