image

রাজ্য / 21 December, 2024

উড়ালপুল তৈরির জেরে ভোগান্তির আশঙ্কা, হাওড়ায় বাতিল একাধিক ট্রেন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া - পূর্ব রেলের হাওড়া শাখায় ফের ভোগান্তির আশঙ্কা। টানা ৪২ দিন ধরে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। শনিবার ২১ ডিসেম্বর থেকে টানা পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে ওই শাখায়। হাওড়া ও লিলুয়ার মধ্যবর্তী বেনারস রোড উড়ালপুলের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

 সূত্রের খবর, ২১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়ার নতুন বেনারস রোড ব্রিজের কাজের জন‌্য পাওয়ার ব্লক নেওয়া হবে। যার জেরে ২১ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এরপর দ্বিতীয় দফায় ২৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দূরপাল্লার বহু ট্রেন বিভিন্ন স্টেশনে নিয়ন্ত্রণ করা হবে। আপ ও ডাউনে বাতিল ৩০টি ব‌্যান্ডেল লোকাল। আপ ও ডাউনে ২২টি শেওড়াফুলি লোকাল বাতিল। চারটি করে মোট আটটি বেলুড় মঠ ও শ্রীরামপুর লোকাল বাতিল।

 পাশাপাশি পিলার বসানোর কাজের জন্য প্রায় আড়াই মাস বহু দূরপাল্লার ট্রেনেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ৫০ মিনিট পরে, দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস ৫০ মিনিট পরে, মুজফ্‌‌ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস এক ঘণ্টা পরে, দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস এক ঘণ্টা পরে, মোকামা-হাওড়া এক্সপ্রেস ২৫ মিনিট পরে, আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার ১০ মিনিট পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। ওই ছ’দিন ১০ মিনিট পরে ছাড়বে রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস এবং ৩০ মিনিট পরে ছাড়বে গয়া-হাওড়া এক্সপ্রেস।

 অন্যদিকে বাতিল ট্রেনগুলির নম্বর হল, ব্যান্ডেল জংশন থেকে হাওড়া পর্যন্ত – ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭২২০, ৩৭২২২, ৩৭২৩০, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪৪, ৩৭২৫০, ৩৭২৫৪, ৩৭২৬৪, ৩৭২৭৮, ৩৭২৮৮। 

শেওড়াফুলি থেকে হাওড়া পর্যন্ত - ৩৭০৪২, ৩৭০৪৪, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০, ৩৭০৫২, ৩৭০৫৬, ৩৭০৫৮, ৩৭০৬০, ৩৭০৬২, ৩৭০৬৪।

বেলুড় মঠ থেকে হাওড়া – ৩৭১১২, ৩৭১১৮। 

শ্রীরামপুর থেকে হাওড়া – ৩৭০১২, ৩৭০১৪। 

হাওড়া থেকে ব্যান্ডেল - ৩৭২১৫, ৩৭২৩১, ৩৭২৩৭, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭২৫৭, ৩৭২৬৩, ৩৭২৬৭, ৩৭২০১, ৩৭২৭১, ৩৭২৭৫, ৩৭২৭৭, ৩৭২৮৫।

হাওড়া থেকে শেওড়াফুলি - ৩৭০৪১, ৩৭০৪৩, ৩৭০৪৫, ৩৭০৪৭, ৩৭০৪৯, ৩৭০৫১, ৩৭০৫৫, ৩৭০৫৭, ৩৭০৫৯, ৩৭০৬১, ৩৭০৬৩। 

হাওড়া থেকে বেলুড় মঠ – ৩৭১১১, ৩৭১১৭। 

হাওড়া থেকে শ্রীরামপুর – ৩৭০১১, ৩৭০১৩।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics