ভারতবাসীর জন্য ১৪ ফেব্রুয়ারি ‘ব্ল্যাক ডে’, পুলওয়ামা হামলায় শহিদ বীরদের স্মরণে মোদি-শাহ
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ১৪ ফেব্রুয়ারি, ২০১৯। সারা বিশ্ব যখন ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে ব্যস্ত হয়ে উঠেছিল, ঠিক সেই সময় কান্নার রোল ওঠে ভারত জুড়ে। CRPF জওয়ানদের গাড়িতে আত্মঘাতী হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। শহিদ হয়েছিলেন ৪০ জওয়ান। তাঁদের স্মরণে মোদি থেকে শাহ।
কেউ হারিয়েছিলেন সন্তান, কেউ বাবা, আবার কেউ স্বামীকে। সেই বিভীষিকাময় দিনের কথা আগামী ১০০ বছরেও কেউ ভুলবে না। দেখতে দেখতে ৬ বছর হয়ে গেল। আজও এই দিনটিকে ভারতবাসীর জন্য ‘ব্ল্যাক ডে’ হিসেবে গণ্য করা হয়। আর করাটাই তো স্বাভাবিক। তরতাজা যে ৪০ টি প্রাণ চলে গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "পুলওয়ামাতে যে হিরোদের আমরা হারিয়েছি তাঁদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ। আগামী প্রজন্ম তাঁদের আত্মবলিদান কখনও ভুলবে না।"
এক্স হ্যান্ডল পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, "দেশের মানুষের পক্ষ থেকে আমি শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ২০১৯ সালের এই দিনই পুলওয়ামাতে কাপুরুষের মতো হামলা চালিয়েছিল জঙ্গিরা। সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে বড় অভিশাপ। গোটা বিশ্ব এর বিরুদ্ধে একত্রিত হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা এয়ার স্ট্রাইক, নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর। জঙ্গি হামলা নিয়ে জ়িরো টলারেন্স নীতিতে চলে মোদি সরকার।"
শ্রদ্ধার্ঘ জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "২০১৯ সালের এই দিনই ভারত সাহসী সিআরপিএফ জওয়ানদের হারিয়েছিল। ওঁদের অবদান দেশ কখনও ভুলবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমদের লড়াই চলবে।"