News details

image

Rabi Mondal / 01 December, 2024

চেন্নাই-পুদুচেরিতে রাতভর তাণ্ডব ফেনজলের, মৃত ৩

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই – শনিবার রাতভর চেন্নাই-পুদুচেরির বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় ফেনজল। তাণ্ডবের জেরে চেন্নাইয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। রবিবার সকালে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার গভীর রাতে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড় ফেনজল। গভীর রাত ২.৩০ মিনিট পর্যন্ত ল্যান্ডফলের প্রক্রিয়া চলতে থাকে। তামিলনাড়ু ও পুদুচেরির ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে এগিয়েছে। অভিমুখ ছিল দক্ষিণ-পশ্চিম দিকে। ফেনজলের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার।
 
এদিন রাতেই ফেনজলের তাণ্ডবে চেন্নাইয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। তিনি একজন পরিযায়ী শ্রমিক। প্রবল বৃষ্টিতে জলমগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। পুদুচেরির নিচু এলাকাগুলো জলের তলায় চলে গিয়েছে। ত্রাণশিবির খোলা হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্নাটক ও কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।