৫৫ বছরের জীবনে ৮৭ জন মহিলাকে ধর্ষন!!! যা জেনে স্তম্ভিত সমগ্র বিশ্ব
নিজস্ব প্রতিনিধি, ওসলো – ৫৫ বছর বয়সি চিকিৎসকের নৃশংসতায় শিউরে উঠেছে সমগ্র বিশ্ব। ৮৭ জন মহিলাকে ধর্ষণ করেছে নরওয়ের ওই অভিযুক্ত চিকিৎসক। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে সমগ্র বিশ্বে।
নরওয়ের ছোট্ট গ্রামের চিকিৎসক আর্নে বাই। ৫৫ বছর বয়সি এই চিকিৎসকের বিরুদ্ধে উঠেছে ৮৭ জন নারীকে ধর্ষণের অভিযোগ। শুধু ধর্ষণ নয় অমানবিক যৌন অত্যাচারের অভিযোগ উঠেছে আর্নের বিরুদ্ধে। ধর্ষিতাদের মধ্যে আছে ১৪ ও ১৫ বছর বয়সি দুই নাবালিকা। এমনকি ৬৭ বছরের বৃদ্ধার ওপরেও চলেছে যৌন নির্যাতন। প্রায় ২০ বছর ধরে চলেছে এই নৃশংসতা। বর্তমানে আর্নের নৃশসংতার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছেন বহু নির্যাতিতা।
এই চিকিৎসকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। মহিলাদের ভিডিও রেকর্ডিং করত আর্নে। এই ভিডিওগুলি ধর্ষণ এবং রোগীদের স্ত্রীরোগ সংক্রান্ত পরীক্ষার গোপন রেকর্ডিং। পুলিশ ৬০০০ ঘন্টারও বেশি ভিডিও সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এই ভিডিওতে উঠে এসেছে অমানবিক অত্যাচারের নমুনা। ধর্ষিতাদের গোপনাঙ্গে বোতলের মতো অথবা অন্যান্য সিলিন্ডারের মতো বস্তু প্রবেশ করানোর দৃশ্য ধরা পড়েছে ভিডিওতে।