ফের শহরে অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুন হাওড়া ব্রিজের কাছে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া - ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে।রবিবার সকালে হাওড়া ব্রিজের কাছে ফুল মার্কেটের কাছে বিধ্বংসী আগুন। ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন।
সূত্রের খবর, পি ২১০ স্ট্যান্ড ব্যাংক রোডের কাছে দুপুর ১২.৩০ টা নাগাদ একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের দোকানে দ্রুত ছড়াতে থাকে আগুন। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গেও আগুন নেভানোর কাজ করছেন স্থানীয়রাও।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ফুল মার্কেটের সামনে হোডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের ফুলকি এসে পড়ে একটি দোকানে। তা থেকেই আগুনে জ্বলতে থাকে ওই দোকান। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।