ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল বালুরঘাটের যাত্রী প্রতীক্ষালয়
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। বুধবার ভোররাতে বালুরঘাটের কালেক্টার অফিসের সামনে থাকা যাত্রী প্রতীক্ষালয়ে ভয়াবহ আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ঘটনাস্থলে দমকলের ১ টি ইঞ্জিন। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
সূত্রের খবর, বুধবার ভোরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কালেক্টার অফিসের সামনে থাকা যাত্রী প্রতীক্ষালয়ে আগুন লাগে। সেখান থেকে আশেপাশে আগুন ছড়াতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ইঞ্জিন। পুলিশ ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান শট সার্কিট থেকে এই আগুন লেগেছে।তবে ঠিক কী কারণ সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ,
এই বিষয়ে এলাকার বাসিন্দা বাবুসোনা অধিকারী বলেন, "ভোর রাতে আগুন লেগে যাত্রী প্রতীক্ষালয়টি নষ্ট হয়ে গেছে। এটা মানুষের খুবই প্রয়োজন। এখানে অনেক মানুষ আসে অপেক্ষা করে। যাতে এই জায়গা দ্রুত সরানো হয় সে বিষয়ে সরকারকে অনুরোধ জানাব।"