তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলীয় কার্যালয়ে আগুন
নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান -
ভয়াবহ আগুন তৃণমূল কার্যালয়ে। নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির ১ নম্বর ব্লকে। তবে এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়নি বিরোধীদের চক্রান্ত বলে জানান রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস।
সূত্রের খবর গলসির ১ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ও বর্তমান ব্লক সভাপতির দ্বন্দ্বের জেরে তৃণমূলেরই দলীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে লাগলো ভয়াবহ আগুন। মূলত গাছ কাটাকে কেন্দ্র করে প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন ও বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জির দ্বন্দ্ব। এলাকার ডিভিসি খালের বেশ কিছু গাছ জাকির হোসেনের অনুগামীরা কেটে ফেলে। আর সেই গাছ কাটার অভিযোগ বিডিওর কাছে করেন বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জির অনুগামীরা। কেন অভিযোগ করবে, সেই বিষয় তুলে জনার্দন চ্যাটার্জির অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। এরপরই দলীয় কার্যালয়ে লাগল আগুন। ঘটনাস্থলে পৌঁছায় গোলসির থানার বিশাল পুলিশ বাহিনী। o6 দমকলের ইঞ্জিন। এক ঘন্টার আপ্রাণ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।
এই ঘটনার বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, "গলসি ব্লকের পুরসায় প্রাক্তন বনাম বর্তমান সভাপতির লড়াই। ওদের দ্বন্দ্ব অনেক পুরোনো। আর তার ফসল আজকে দলীয় কার্যালয়ে আগুন। আসলে পঞ্চায়েত দখলের লড়াই। বর্তমানে সেখানে পঞ্চায়েত নিয়ন্ত্রণ করে বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি, আর সেটা দখলের প্রচেষ্টা প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের। আসলে পঞ্চায়েত যার দখলে থাকবে সে ততো কাট মানির অধিকারী হবে।"
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস ঘটনা প্রসঙ্গে বলেন," তৃণমূল এর গোষ্ঠী দ্বন্দ্ব নেই। এটা বিরোধীদের চক্রান্ত। সম্প্রতি উপ নির্বাচন গেছে সেখানে ছয় এ ছয়। বিরোধিরা এইসব করেই বেড়ায়। তবে ঘটনার তদন্ত হবে, আমরা বলবো অভিযুক্ত রা গ্রেফতার হোক। এটা তৃণমূল এর কাজ নয়, বিরোধীদের কাজ।"