News details

image

Rabi Mondal / 26 November, 2024

পুকুর দখলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মালদার গাজোল! আহত কমপক্ষে ৭ জন

নিজস্ব প্রতিনিধি, মালদা - পুকুর দখলকে কেন্দ্র করে রনক্ষেত্র হয়ে উঠল মালদার গাজোল। আগুন জ্বালিয়ে দেওয়া হলো এলাকায়। এই ঘটনায় আহত দুপক্ষের ৭ জন।

 

সূত্রের খবর, গাজোল ২ নং অঞ্চলের শ্যামপুর গ্রামের দুটি পুকুর নিয়ে বিগত পাঁচ বছর ধরে কোর্টে মামলা চলছে পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের সঙ্গে সুরজিৎ প্রামানিক ও মনোজ প্রামানিকের। নিষেধাজ্ঞার জারি রয়েছে ওই পুকুরে। গত সোমবার এই নিয়ে ফের বিবাদ হয়। তারপর মঙ্গলবার সকাল সাতটা নাগাদ প্রামাণিক বাড়ির লোকজনরা পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়ির সামনে দিয়ে গেলে তারা প্রামাণিকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এরপর সুরজিৎ প্রামানিক ও মনোজ প্রামানিক তাদের পরিবারের লোকজন এসে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সেই সঙ্গে দোকান বাড়িঘর ভাঙচুর করে। 

 

 পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে নিয়ে আসা হয় দমকলের একটি ইঞ্জিনও। এই ঘটনায় দু পক্ষেরই প্রায় ৭ জন আহত। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এই বিষয়ে স্থানীয় এক মহিলা জানান, "ওদের ঝামেলা আজ অনেক বছর। পুকুর নিয়ে হচ্ছে। দুজনেই বলে পুকুর ওর। কালকে ওদের ঝামেলা হয়েছিল তারপর আজ সকালে সরকার বাড়ির সামনে দিয়ে যেতে গেলে কিছু করেছে প্রামাণিকদের। এরপর তো বেরিয়ে দেখি আগুন জ্বলছে। মারামারি হচ্ছে ।আমরা সব এসে থামাই জল দিই তারপর পুলিশ আসে।"