News details

image

Rabi Mondal / 30 November, 2024

"অমিত শাহ নিজের দফতর চালাতে পারছেন না" তোপ দাগলেন ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গও। এরপর গুলশান কলোনী তে বাংলাদেশি দের বসানোর কথা প্রকাশ্যে এসেছে। এবার সেই নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার সংবাদমাধ্যমে ফিরহাদ বলেন, "অমিত শাহ নিজের দফতর চালাতে পারছেন না হয়তো। বাংলায় কাউকে দরকার হয় না। আমরা কাউকে ঢোকাই না কাউকে বসাই না।আপনারা টেনশন করছেন আমাদের কোনো রোহিঙ্গা ঢোকানো হচ্ছে না। এখনে রোহিঙ্গা নয়। বাংলাদেশে রোহিঙ্গা আছে। কিন্তু আমাদের এখানে রোহিঙ্গা নয়।" 

 

অপরদিকে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। তবে এই সিদ্ধান্তের সমর্থন করলেন না মেয়র ফিরহাদ হাকিম। এদিন পুরসভায় তিনি বললেন, "বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে। কিন্তু বাংলাদেশের কোনও মানুষ অসুস্থ হলে তাকে সুস্থ করব না? চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম তাকে সুস্থ করা।" 

 

এদিন ফিরহাদ আরও বলেন "যদি কেন্দ্রীয় সরকার ভিসা দেয় তাহলে তারা আসবেন। যদি কোনো মানুষ আমার শত্রু হলে তার চিকিৎসা করব না। এটা অমানবিক আমার কাছে এই রকম কোনো খবর নেই। এটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। ভারত সরকার এটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে। আমার বাংলার মানুষ । ওই পরের যা হচ্ছে সেটা নিয়ে আমরা চিন্তিত । আমরা প্রতিবাদ করব।"

 

 

শুধু পদ্ম শিবিরকে নয় শনিবার রাষ্ট্রপতিকেও বিঁধলেন ফিরহাদ।তিনি বলেন," কল্যাণীতে ঘটনা নিয়ে কিছু ক্রিমিনাল এবং মানসিক বিকৃত মানুষ তৎপর হয়ে গেছে। যা আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে নেই। আমাদের অপরাজিতা বিল রাষ্ট্রপতি সই করে আসবে তাহলে আমরা কড়া পদক্ষেপ করব। এখন যা আইন আছে সেটা কড়া নয়। আমাদের বিল আসলে দোষী দের উপযুক্ত ব্যবস্থা করা হবে।"