'আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, বাংলাদেশে যা হচ্ছে তার জন্যে কষ্ট হয়' বললেন ফিরহাদ হাকিম
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারের ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ সামনে আসছে বারবার। এই ঘটনার আঁচ পড়েছে ভারতেও। এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের শাসকদলের মন্ত্রী ফিরহাদ হাকিম।
বাংলাদেশ ইস্যুতে ফিরহাদ বলেন, ‘বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। শেখ হাসিনার সরকার ধর্মনিরপেক্ষতার পথে উন্নতি করেছিল। এখন যা পরিস্থিতি তাতে পাকিস্তানের মতো অন্ধকারে চলে যেতে পারে বাংলাদেশ। আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। আমাদেরই এই বাংলার অংশ ছিল। আমরা চিরকাল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি।বাংলাদেশে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলেই বেশ খানিকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধ তা হলে পাকিস্তানের মতো পরিণতি হবে। এমনটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে হয়েছে এটা অত্যন্ত দুঃখের। বর্তমানে যে পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগের। যদিও পররাষ্ট্র নীতি নিয়ে আমরা কথা বলি না এটা ভারত সরকারই বলবে। আমরা যেহেতু প্রতিবেশী তাই আমাদের অত্যন্ত কষ্ট হয়। ওখানকার মানুষ কষ্ট পাচ্ছে ঠিকভাবে তাদের পাশে থাকব কারণ তারা আমাদের অতীত।’
বাংলাদেশ ইস্যুতে দুঃখপ্রকাশের পর ২০২৬ র ভোট নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাকে কড়া বার্তা শোনান ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, 'পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ধর্মের মানুষকে নিয়ে চলেন। সব ধর্মের মানুষের জন্য বাংলা সুরক্ষিত। সুরক্ষিত কতটা তার প্রমাণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ৬-০।আপনার আশে পাশে বসা অনেকে চলে এসেছে আপনিও চলে আসুন, পরের বার আপনার আসন আর জিতবেন না।'