News details

image

Rabi Mondal / 24 November, 2024

স্বামী হারা পরীমণি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা – ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে থাকেন বাংলাদেশের নায়িকা পরীমণি। অকালে প্রাণ হারালেন তাঁর প্রথম স্বামী ইসমাইল হোসেন। শুক্রবার পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ইসমাইল বাড়ি থেকে বাইকে করে ঢাকায় যাচ্ছিলেন। সঙ্গে তাঁর বন্ধু মনির ছিলেন। শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের শিবচরের পাচ্চর এলাকায় তাঁদের বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। গুরুতর আহত হন দুজনেই। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

হাসপাতালে নিয়ে গেলে ইসমাইলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার বিকেলে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন পরীমণি। পোস্টে তিনি লিখেছেন, “নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায়, বিচ্ছেদের কী যন্ত্রণা!” উল্লেখ্য, ২০১০ সালের ২৮ এপ্রিল পরীমনির সঙ্গে ইসমাইলের বিয়ে হয়েছিল। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় ২০১২ সালে।