রাত ২ টোয় প্রথম শো, হাউজফুল খাদান
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - প্রথমবার মধ্যরাতে রিলিজ হল বাংলা ছবি। রাত ২ টোয় বাংলা ছবির ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’। তাতেও হাউজফুল দেব অভিনীত ছবি ‘খাদান’। এর আগে এই ম্যাজিক ঘটিয়েছিলেন শাহরুখ অভিনীত ‘জওয়ান’। তার পর খাদান নিয়ে সেই একই ক্রেজ দেখা গেল বাংলায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ২টোয় ছিল খাদানের প্রথম শো। ব্যারাকপুরের ‘অমলা’ সিনেমায় ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহে মাঝরাতেও হল হাউজফুল। রাত জেগে সিনেমা দেখল সিনেমাপ্রেমীরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা। যেখানে দেখা গেল ক্রমাগত বাজছে ঢাক আর ঢোল। অপেক্ষা করছেন খাদান দেখতে আসা দর্শকরা। ভিডিয়োটি শেয়ার করে দেব লিখেছেন, ‘খাদানের প্রথম শো সকাল ২টোয়। এই হল পরিস্থিতি। আমি খুব খুশি। রিভিউও শেয়ার করব।’
দু দিন আগেও দেবের অভিযোগ ছিল, পুষ্পা ২-র কারণে নাকি হল পাচ্ছেন না। এর আগেও বাংলা ছবির নির্মাতারা এই একই অভিযোগ করেছেন বহুবার। তবে শুরুটা ধীরে হলেও, বেশ ভালো ব্যাবসা শুরু করল খাদান। বুক মাই শো তেই দেবের ছবির ১০০-র বেশি শোএর বুকিং চলছে। যার মধ্যে অনেকগুলোই হাউজফুল।