'চিকিৎসার জন্যে করাচি, লাহোর যান! ভারত নয়' বাংলাদেশ ইস্যুতে কড়াবার্তা শুভেন্দুর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - চিন্ময় প্রভুর গ্রেফতারিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। সেই ক্ষোভে উত্তাল ভারতও। এবার ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। মঙ্গলবার বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধিদল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়ে দেখা করে। সেখান থেকে বেরিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, "এর আগেও বাংলাদেশের অনেক সরকারকে দেখেছি। তবে এই রকমের ভারত বিরোধী আচরণ, হিন্দুদের ওপর নির্যাতন আগের কোনও সরকারকে করতে দেখিনি।প্রযোজনে ১ দিন অপেক্ষা করে ভিসা দফতরে যাব। কেন্দ্রকে বলব, এরকম চলতে থাকলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিন।আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি-লাহোরে যান। এখানে আসবেন না। পরিষ্কার বলে দিতে চাই আমরা। বাকিটা আমরা সীমান্তে বুঝে নেব।বলে দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের ওপর আক্রমণ-মন্দির ভাঙা বন্ধ করুন।"
এদিন শুভেন্দু বলেন, "আমরা পরিষ্কারভাবে বলেছি, এনাফ ইজ এনাফ। বন্ধ করুন এই নিধন। আমরা বলেছি, যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তাঁর যত বক্তব্য আপনি আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তি যুদ্ধের পক্ষে। তাঁকে যে অপবাদ দেওয়া হয়েছে।"
শুধু বাংলাদেশকে হুঁশিয়ারি নয় এই নিয়ে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এদিন বিক্ষোভে শুভেন্দু বলেন," তালিবান ইউনূস, ইউনূসের বোন মমতা। সীমান্ত এলাকার বিধায়কদের নিয়ে এসেছি। ঢাকায় গ্রেফতার সন্ন্যাসী, কলকাতায় পথে বিজেপি। মন্দিরগুলি টার্গেট করা হচ্ছে, এতে তালিবানের পদধ্বনি শোনা যাচ্ছে।"