image

দেশ / 22 February, 2025

প্রধানমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্বে আরবিএই-এর প্রাক্তন গর্ভনর

নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সম্প্রতি রিজার্ভ অফ ইন্ডিয়ার গর্ভনর পদ থেকে অবসর নিয়েছেন শক্তিকান্ত দাস। এবার বড় দায়িত্ব পেলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিবের দায়িত্ব পেলেন শক্তিকান্ত। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। 

আরবিএই-এর প্রাক্তন গর্ভনররের বিষয়ে অনুমোদনের পর শনিবার এই বিষয়ে জানানো হয়েছে। ২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি। সেই সময় শীর্ষ ব্যাঙ্কের সঙ্গে সংঘাত শুরু হয় কেন্দ্রের। এই পরিস্থিতিতে আরবিআই-এর গভর্নর পদ থেকে ইস্তফা দেন রঘুরাম রাজন।

তখন আরবিআই-এর দায়িত্ব নেন উর্জিত প্যাটেল। তবে বন্ধ হয়নি কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্কের সংঘাত। এর জেরে ইস্তফা দেন তিনিও। তখন কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্ব নেন ১৯৮০ সালের ব্যাচের আইএএস আধিকারিক শক্তিকান্ত। টানা ৬ বছর গর্ভনর হিসেবে দায়িত্ব সামলান তিনি। গত বছর অবসর নেন শক্তি।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics