প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা
নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম – শুক্রবার না ফেরার দেশে পাড়ি দিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল নেতা ওমপ্রকাশ চৌটালা। হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুগ্রামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
১৯৩৫ সালের পয়লা জানুয়ারি জন্ম হয় ওমপ্রকাশ চৌটালার। তাঁর বাবা চৌধুরী দেবীলাল ছিলেন দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী। বাবার হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখেন চৌটালা। ১৯৮৯ সালে প্রথমবার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে বসে ছিলেন তিনি। ৫ বার হারিয়ানার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন চৌটালা।
রাজনৈতিক জীবনে বিধানসভা নির্বাচনে মোট ৭ বার জিতেছিলেন ওমপ্রকাশ চৌটালা। তাঁর দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এক সময় এনডিএর সহযোগী ছিল। তবে ২০০৯ সালে এনডিএ ও ইউপিএতে জোট ত্যাগ করেন তিনি। পরে তৃতীয় ফ্রন্টে যোগ দেন চৌটালা।
২০১৩ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় ওম প্রকাশ চৌটালা ও তাঁর ছেলে অজয় সিং চৌটালার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে জুনিয়র বেসিক শিক্ষক পদে নিয়ম বহির্ভূত ভাবে ৩,২১৬ জনকে নিয়োগ করার। ২০১৩ সালে ওমপ্রকাশ ও তাঁর ছেলেকে ১০ বছরের কারাদণ্ড দেয় দিল্লি আদালত।
২০১৭ সালে তিহাড় জেল থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সফলভাবে উত্তীর্ণও হয়েছিলেন তিনি। ২০২২ সালে বয়স ও স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আগাম মুক্তি পান ওমপ্রকাশ চৌটালা।