ফের খাঁচাবন্দি চিতা বাঘ আলিপুরদুয়ারে
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার - ফের খাঁচাবন্দি হল চিতাবাঘ মথুরা চা বাগানে। প্রায় দু’সপ্তাহ আগে ওই এলাকায় একটি চিতাবাঘ ধরা পড়েছিল। সোমবার ফের একই কাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই চিতাবাঘের আতঙ্কে ত্রস্ত ছিলেন আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের এক নম্বর সেকশন সংলগ্ন এলাকার শ্রমিক মহল্লার বাসিন্দারা। কারন ওই এলাকা থেকে ২০ দিন আগেই ধরা পড়েছিল একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। তারপরেও চিতা বাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল সেখানে। চিতাবাঘ ও মানুষের সংঘাত ঠেকাতে ওই এলাকায় ফের ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বনদফতর। সোমবার সাতসকালে খাঁচা বন্দি ওই চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খাঁচায় ধরা পড়েছে একটি বছর চারেক বয়সের চিতাবাঘ। খবর পেয়ে ওই চিতাবাঘটিকে উদ্ধার করেন জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা। স্বাস্থ্য পরীক্ষার পর ওই চিতাবাঘটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত আলিপুরদুয়ার-১এর মথুরা চা বাগানে খাঁচাবন্দি হয়েছিল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ। চিলাপাতা রেঞ্জের কর্মীরা ওই এলাকায় পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেয়। এদিন ফের আরও একটি চিতাবাঘ খাঁচাবন্দি হল। স্থানীয়রা জানান, চিতাবাঘটি ধরা পড়ায় এতদিনের আতঙ্ক কাটল। তবে আরও চিতাবাঘ রয়েছে কি না সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিন চিতাবাঘ দেখতে বহু মানুষের ভিড় হয় এলাকায়।