image

জেলা / 04 April, 2025

বারাসাতের স্কুলে চার শিক্ষকের চাকরি বাতিল, উদ্বিগ্ন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - বারাসাত দিগরা হরদয়াল বিদ্যাপীঠে নেমে এলো অপ্রত্যাশিত ধাক্কা। সর্বোচ্চ আদালতের রায়ে একসঙ্গে চাকরি হারালেন চারজন শিক্ষক ও শিক্ষিকা। স্কুলের শিক্ষার মান ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন প্রধান শিক্ষক। 

 

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে মানসিক ভাবে বিধ্বস্ত সমস্ত শিক্ষক - শিক্ষিকারা। তাদের পাশাপাশি স্কুলের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। গতকালের রায়ে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক - শিক্ষিকাদের মধ্যে রয়েছে বারাসাত দিগরা হরদয়াল বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের চারজন শিক্ষক। শিক্ষক বরখাস্তের ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়াদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। সহস্রাধিক ছাত্রছাত্রীর পঠন-পাঠনের দায়িত্বে থাকা এই স্কুলে চার জন শিক্ষকের অভাব স্বাভাবিকভাবেই পঠন-পাঠন প্রক্রিয়াকে ব্যাহত করবে বলেই মনে করছে স্কুলকর্তৃপক্ষ। 

 

এই প্রসঙ্গে শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ বিপ্লব বাগচী জানিয়েছেন, ' কালকের রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের বিদ্যালয়ের চারজন শিক্ষক শিক্ষিকার চাকরি এই মুহূর্তে প্রশ্নের মুখে। যাদের মধ্যে একজন কম্পিউটার সায়েন্সের শিক্ষিকা, একজন বায়োলজিক্যাল সায়েন্স ও দুজন অঙ্কের শিক্ষক। স্বাভাবিকভাবেই একটা হাই স্কুলে দুজন অঙ্কের শিক্ষক না থাকলে কি ভাবে স্কুলটা চালাবো সেই নিয়ে গতকাল থেকেই খুবই মানসিক ভাবে বিপর্যস্ত। '

 

তিনি আরও বলেন, ' একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৮-২০ জন কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী আছে, তাদের বিষয়টি কে পড়াবে? এনাদের মধ্যে দুজন ২০১৮ সালে ও ২জন ২০১৯ সালে স্কুলে আসেন। প্রায় ৭-৮ বছর ধরে পড়াচ্ছেন, ওনাদের পড়ানোর ধরন ও দক্ষতা সবকিছুতেই অসামান্য। ওনাদের যোগ্যতা নিয়ে আমাদের মধ্যে কোনো প্রশ্ন নেই। '

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics