News details

image

Rabi Mondal / 29 November, 2024

কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পেও জালিয়াতি, কমিশন নিয়ে প্রকল্পের টাকা যাচ্ছে অবিবাহিতদের নামে

নিজস্ব প্রতিনিধি, বীরভূম - ট্যাব কেলেঙ্কারির পর এবার প্রকাশ্যে এল কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জালিয়াতি। কমিশন নিয়ে বিবাহিতদের অবিবাহিত হিসেবে শংসাপত্র দিয়ে প্রকল্পের টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। আর এই জালিয়াতির অভিযোগ উঠেছে বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের ভদ্রপুর ২ নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।

 

সূত্রের খবর, নলহাটি গ্রামের প্রায় ২০ জন বিবাহিত মহিলাকে ভুয়ো শংসাপত্র দিয়ে তাঁদের রূপশ্রী প্রকল্প, ও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান তনুজা খাতুনের বিরুদ্ধে। প্রকল্পের টাকা পাওয়ার জন্য তিনি ভুয়ো বিয়ের কার্ড ছাপিয়ে দেওয়ারও ব্যবস্থা করতেন। এরপর প্রকল্পের ২৫ হাজার টাকা পাইয়ে দিয়ে নিজে ১০ হাজার টাকা রাখছেন বলে খবর। ইতিমধ্যেই এইনিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে।

 

 প্রকল্পের টাকা প্রাপক আয়েশা সিদ্দিকি বলেন, "আমার ৩ বছর আগে বিয়ে হয়েছিল। কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলাম। সেই সময় প্রধান আমায় ‘অবিবাহিত’ সার্টিফিকেট দিয়েছিলেন।"

 

প্রধানের বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল কর্মীই। এলাকার তৃণমূল কর্মী রিপন শেখ বলেন, "প্রধান বিবাহিত মহিলাদের 'অবিবাহিত' বলে সার্টিফিকেট দিয়ে ২৫ হাজার টাকা পাইয়ে দিচ্ছেন। নিজে ১০ হাজার টাকা রাখছেন।"

 

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তনুজা খাতুন। তিনি দাবি করেন, "যাঁরা অভিযোগ করছেন, তাঁরা নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করলেও আসলে ওঁরা সিপিএম। ব্যক্তিগত শত্রুতার জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।"