News details

image

Rabi Mondal / 22 December, 2024

তাজা বোমা উদ্ধার বাসন্তীতে, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - বাংলাদেশ ইস্যুতে উত্তাল দেশ। জঙ্গি হামলা, অনুপ্রবেশ সহ একাধিক বিষয় নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহে ফের উদ্ধার তাজা বোমা । ঘটনায় গ্রেফতার ১। ঘটনাটি ঘটেছে বাসন্তীর পালবাড়ি এলাকায়।

 সূত্রের খবর, বাসন্তীতে ফের উদ্ধার তাজা বোমা। একটি ব্যাগের মধ্যে থেকে ছটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বাসন্তী রাজ্য সড়কের পাশের পালবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা । এই ঘটনায় গোপাল চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।

 ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছে একজন। বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।