তাজা বোমা উদ্ধার নানুরে, উত্তেজনা এলাকা জুড়ে
নিজস্ব প্রতিনিধি, বীরভূম - বাংলাদেশে ইস্যুতে সরগরম রাজনীতি। জঙ্গি হামলা, অনুপ্রবেশ সহ একাধিক বিষয়ে জল্পনা তুঙ্গে। সেই পরিস্থিতিতে বীরভূমের নানুরে উদ্ধার হল এক বালতি তাজা বোমা। কে বা কারা কেন বোমা মজুত করেছে সে বিষয়ে চলছে তদন্ত।
সূত্রের খবর, শনিবার দুপুর নাগাদ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের বাসাপাড়া এলাকার সাঁতরা গ্রামে তল্লাশি চালায়। এরপর ঝিলতলার কাছে এক বালতি ভর্তি তাজা বোমা পায় তাঁরা। অনুমান প্রায় 8 থেকে 10 টি বোমা মজুদ রয়েছে তাতে। আপাতত পুলিশ বোমা গুলি উদ্ধার করে এলাকা ঘিরে রেখেছে।
কে বা কারা কিসের উদ্দেশ্যে বোমাগুলোকে মজুদ করেছে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। বোমা গুলিকে নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বোম স্কার্ট কে খবর দেওয়া হয়েছে। তবে বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।