বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী ‘বন্ধু’ পাকিস্তান
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – বাংলাদেশ উন্নতমানের চিকিৎসার জন্য নির্ভরশীল ভারতের ওপর। সেই বাংলাদেশের থেকেই ওষুধ আমদানি করতে আগ্রহী ‘বন্ধু’ পাকিস্তান। রবিবার এই বিষয়ে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিন বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় থাকা পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও তাঁর দুই সহকর্মী। তাঁদের মধ্যে দুই দেশের স্বাস্থ্য় ও বাণিজ্য বিষয়ে আলোচনা হয় বলে সূত্র মারফৎ খবর।
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বাংলাদেশের ওষুধশিল্প অনেক ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। উল্লেখ্য, প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি চিকিৎসা করতে কলকাতা, দক্ষিণ ভারতে, অসমে, ত্রিপুরারায় আসে।