image

দেশ / 26 January, 2025

কর্তব্যপথে টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক থেকে নাগ, আকাশে তেজস-রাফাল

নিজস্ব প্রতিনিধি, দিল্লি - আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। এবারের সাধারণতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত - ঐতিহ্য ও বিকাশ’। কর্তব্যপথে টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক থেকে নাগ, আকাশে তেজস থেকে রাফাল। ভারতের ডিফেন্স দেখে হতবাক বিশ্বে।

কর্তব্যপথে দেখা গেল টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, বিএমপি সারথ ইনফ্যান্টি ভেহিক্যাল, নাগ মিসাইল সিস্টেম, সুপারসনিক ব্রহ্মস মিসাইল, পিনাক রকেট সিস্টেম, ব্যালেস্টিক মিসাইল প্রলয়। ডিআরডিও-র তৈরি 'প্রলয়' ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০ থেকে ৫০০ কিলোমিটার। প্রধান যুদ্ধ-ট্যাঙ্ক 'অর্জুন' (সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি)-বৈশিষ্ট্য ১২০ মিমি রাইফেল।

এখানেই শেষ নয়। আকাশ কাঁপাল সুপার হারকিউলিস, সুখোই-৩০ এমকেআই, সাবমেরিন বিধ্বংসী পি নাইন আই, বোমারু জাগুয়ার বিমান, রাফালে, সুখোই-৩০, তেজস, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, তেজস, রাফাল।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics