অন্ধকার থেকে আলোর পথে, মহাকুম্ভে শুরু ব্রহ্মচর্য দীক্ষা
নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ - মহাকুম্ভে অমৃতের সন্ধানে কোটি কোটি পূণ্যার্থী। পবিত্রভূমি প্রয়াগরাজে অন্ধকার থেকে আলোর পথে তরুণ সন্ন্যাসীরা। মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে শ্রী শম্ভু পঞ্চঅগ্নি আখড়ায় মহাসমারোহে শুরু হয়ে গেল ব্রহ্মচর্য দীক্ষা অনুষ্ঠান।
শ্রী শম্ভু পঞ্চঅগ্নি আখড়ায় প্রকাশ, স্বরূপ, চৈতন্য এবং আনন্দের মধ্যেই শঙ্করাচার্যের স্বরূপ ফুটে উঠেছে। এখানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ অধ্যয়ন করা হয়।
জাপান, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ব্রাজিল, স্পেন, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসেছেন প্রয়াগরাজে। সূত্রের খবর, কোটি কোটি পূণ্যার্থীকে সামাল দেওয়ার জন্য মহাকুম্ভনগরে প্রবেশের ৭ টি রাস্তায় ১০২ টি চেক পয়েন্ট করা হয়েছে।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ। সেখানে মোতায়েন করা হয়েছে, ১০০০ পুলিশ কর্মী। এর মধ্যে ৭১ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক, ২৩৪ জন সাব ইন্সপেক্টর, ৬৪৫ জন কনস্টেবল ও ১১৩ জন হোমগার্ড।
সাইবার ক্রাইম রুখতে মোতায়েন রয়েছে ৪০ হাজার সাইবার অপরাধ বিশেষজ্ঞ। পাশাপাশি রয়েছে জঙ্গি দমন শাখা, এনএসজি, উত্তরপ্রদেশ পুলিশের সশস্ত্র বাহিনী, ২,৭৫০ সিসিটিভি ক্যামেরা। গঙ্গার সুরক্ষায় রয়েছে জল পুলিশ, এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলার বাহিনী। গঙ্গা- যমুনার তলাতে রয়েছে ১১৩ টি ড্রোন।